পোরশা সীমান্তে বিএসএফ হাতে বাংলাদেশী রাখাল আটক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৯; সময়: ১১:৫৫ am |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে ৬০বিএসএফ এর একটি টহলদল ১ বাংলাদেশী রাখালকে আটক করেছে। আটকৃত ব্যাক্তি হলো উপজেলার চক বিষ্ণপুর কাঁটাপুকুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে আলমগির হোসেন(২২)।
সূূত্রমতে, শনিবার ভোরে আলমগিরকে ২৩১/৬(এস)নং পিলারের এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে ঢাকা উগাল নামক স্থান থেকে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ টহলরত সদস্যরা আটক করে নিয়ে যায়। রাতে সে গরু নিয়ে আসার জন্য ভারতে প্রবেশ করেছিল বলে সূত্রটি জানায়।
এ বিষয়ে পোরশা বিওপি ও হাঁপানিয়া বিওপি ১৬ বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডারদের সাথে যোগাযোগ করা হলে, তারা কিছু জানেন না বলে জানান।
অপরদিকে ১৬ বিজিবি’র সিও লে: কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএমজি এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তারা এব্যাপারে কিছু জানেন না, তবে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান।