শিবগঞ্জে দলিত হরিজন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান
প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৯; সময়: ১১:৩৬ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দলিত হরিজন সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে নিজ কার্যালয় প্রাঙ্গনে এসব উপবৃত্তির চেক তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এনজিও ফোরামের সভাপতি তোহিদুল আলম টিয়া, মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মাসুদ রানা, তর্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল ত্রিবেদী, আ.লীগ নেতা আবুল কালাম আজাদসহ অন্যরা।
এছাড়াও ১৭০ জন দলিত হরিজন সম্প্রদায়ের মাঝে বয়স্ক ভাতার বহি বিতরণ করা হয়। উপজেলার ৩৮ জন দলিত হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে ২ লাখ ৭৭ হাজার টাকার উপবৃত্তির চেক বিতরণ করা হয়।