মানসিক ও বাক প্রতিবন্ধীর পাশে দাঁড়ানোর আহ্বান
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল গ্রামের মানসকি অসুস্থ রুহিদাস নামে এক যুবকের পাশে দাড়নোর বিত্তবানদের আহ্বান। মঙ্গলবার সকালে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান সহ স্থানীয় কয়েকজন নিয়ে তার বাড়ির পরিদর্শন করেন।
জানা যায়, পালাখাল গ্রামের কামার বাড়ির জীবন কানাইয়ের ছেলে রুহিদাস স্থানীয় একটি গোল্ডেন লাইফ ইন্সুরেন্স নামে এনজিও সংস্থা প্রায় ২লক্ষা টাকা জমা রাখেন। সম্প্রতি ওই এনজিওটি উধাও হয়ে যাওয়া রুহিদাস এখন মানসিক রোগে আক্রান্ত হয়ে নিঃস্ব হয়ে পড়েছে। আর্থিক অনটনের কারনে ঘরবাড়ি ও ভিটে বাড়ি পর্যন্ত মেরামত করতে পারছেন না তিনি।
রুহিদাসের মা জানান, আমার ছেলে এখন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। সমাজের জনপ্রতিনিধি ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
এলাকাবাসীরা জানান, রুহিদাস যুবক নামে এই লোকটি অসহায়। স্থানীয় একটি এনজিও সংস্থায় টাকা জমা দিলে ওই কোম্পানি উধাও হয়ে যায়। সেখান থেকে সে মানসিক ভাবে অসুস্থ। তাই সমাজের বিত্তবান কিংবা ইউনিয়ন ও উপজেলা প্রতিনিধিদের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান অভি, সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, যুবলীগ নেতা হাবিব উল্যাহ প্রমুখ।