অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি নিহত ২
প্রকাশিত: জুন ২৫, ২০১৯; সময়: ৪:২০ pm |
খবর > আঞ্চলিক
পদ্মাটাইমস ডেস্ক : সাতক্ষীরার ত্রিশ মাইল এলাকায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক।
নিহত দুইজন সাতক্ষীরা টাউন বাজারের স্টার ক্যাবলের কর্মচারী। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরার স্টার ক্যাবলের কর্মচারী উত্তর কাটিয়ার আবুল হোসেনের ছেলে কামরুজ্জামান ও ইনতাজ আলীর ছেলে আব্দুস সালাম তালা উপজেলা থেকে ডিশের লাইন মেরামত করে দুপুরে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহরে ফিরছিলেন। পথিমধ্যে ত্রিশ মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা তালা সার্জিকাল ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্সের সাথে তাদের সরাসরি সংর্ঘষ হয়।
এসময় ঘটনাস্থলেই ওই দুই ক্যাবল কর্মচারী নিহত হন। অ্যাম্বুলেন্স চালক হজরত আলী গুরুতর আহত হন।