মান্দায় পৃথক দুর্ঘটনায় দুই নারী নিহত
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বৃহস্পতিবার সকালে ট্রাক্টর চাপায় ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারী নিহত হয়েছেন। এরা হলেন, উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব গ্রামের আসমতুল্যা মোল্লার স্ত্রী আপিজান বিবি (৭৫) ও মান্দা সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী শরিফুল বিবি (৩৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের শান্তা ব্রিজের অদুরে রাস্তা পারাপারের সময় আপিজান বিবি নামে এক নারীকে ধানবোঝাই একটি ট্রাক্টর চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
অন্যদিকে সকাল ১০টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে শরিফুল বিবি বিদ্যুৎবোর্ডে আটকে যান। তাকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।