সাপাহারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত: মে ১১, ২০১৯; সময়: ৩:৫৯ pm |
খবর > আঞ্চলিক

গ্রামবাসী সুত্রে জানা গেছে ,শনিবার দুপুরের দিকে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুর পাড়ের নিকট খেলা করার এক পর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে বাড়ির পাশ্বের একটি পুকুরে শিশুটিকে হাবুডুবু খেতে দেখে।
স্থানীয়রা তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসকগণ শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। শিশুটির অকাল মৃত্যুতে মুহুর্তে হাসপাতাল চত্ত্বরের পরিবেশ ভারি হয়ে ওঠে এবং শিশুটির গ্রামের বাড়ীতে চলতে থাকে শোকের মাতম।