রাণীনগরে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত: মে ৫, ২০১৯; সময়: ৮:২৩ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে জিপু আহম্মেদ (৪) নামের এক শিশু ও জরিনা বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার পৃথক পৃথকভাবে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে উপজেলার বিল-পালশা গ্রামের শহিদুলের ছেলে জিপু খেলা-ধুলার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর তাকে না পাওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ীর পাশে পুকুরে তার লাশ ভেসে ওঠে। অপর দিকে উপজেলার মিরাট উত্তর পাড়া গ্রামের মৃত্যু ছলিম উদ্দীনের স্ত্রী জরিনা বেওয়া দুপুরে পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। পরে তার লাশ ভেসে ওঠে। এব্যপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।