বরেন্দ্রর মাটিতে দার্জিলিংয়ের কমলা চাষে সাফল্য

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২; সময়: ৮:১৯ অপরাহ্ণ |
বরেন্দ্রর মাটিতে দার্জিলিংয়ের কমলা চাষে সাফল্য

মুক্তার হোসেন, গোদাগাড়ী : বরেন্দ্রর লাল মাটিতে চাষ হচ্ছে দার্জিলিংয়ের কমলা। ভালো ফলন ও দাম পেয়ে খুশি কমলা চাষি। রাজশাহীর গোদাাগড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের সাবেক পুলিম কর্মকর্তা আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম সুজন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষে চাকরি না পেয়ে কৃষি কাজে নেমে পড়ে।

উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাছমারা মৌজায় জমি লীজ নিয়ে পিয়ারা ও ড্রাগন ফল চাষের পাশাপাশি বাণিজ্যকভাবে কমলা চাষ করে সাফল্য পেয়েছে। ২বিঘা জমিতে দার্জিলিংয়ের কমলা চাষে খরম হয়েছে ২ লাখ টাকা। চলতি মৌসুমে উৎপাদিত কমলা রাজশাহীর বাজারে পাওয়া যাচ্ছে।

কেমিক্যাল মুক্ত কমলা খেতে সুস্বাদু হওয়ায় জমি থেকেই কমলা ক্রয় করে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার টাকার কমলা বিক্রি করেছে।

কমলা চাষি নজরুল ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে বানিজ্যকভাবে ফল চাষ করে। তার পিয়ারা,ড্রাগন ও কমলা চাষকৃত জমিতে ১৫জন শ্রমিকের কর্ম সংস্থান হয়েছে। ফল চাষ বছরে তার ১০ থেকে ১২ লক্ষ টাকা আয় হচ্ছে।

তবে প্রতি বছর উৎপাদন বাড়ায় আয়ের পরিমাণও বাড়ছে। কমলা চাষি নজরুল ইসলাম সুজন আরো বলেন, কমলা চাষে সাফল্য পাওয়ায় আগামী বছর কমলা চাষে জমির পরিমাণ বাড়ানো হবে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তৌফিকুর রহমান বলেন, এ অঞ্চলে বেকার শিক্ষিত যুবকরা বানিজ্যকভাবে ফল চাষে আগ্রহ দেখাচ্ছে। আগ্রহীদের প্রশিক্ষণসহ কারিগরিভাবে সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে করে এ অঞ্চলে ফল চাষ বেড়ে যাওয়ায় শিক্ষিত বেকারদের কর্ম সংস্থানে সঙ্গে কৃষিতে বিপ্লব ঘটেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে