নন্দীগ্রামের মাঠে এখন অপরূপ সবুজের সমারোহ

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১; সময়: ৫:৪০ অপরাহ্ণ |
খবর > কৃষি
নন্দীগ্রামের মাঠে এখন অপরূপ সবুজের সমারোহ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে আমন ধানের জমির দিকে তাকালেই এখন দেখা যায় অপরূপ সবুজের সমারোহ। নন্দীগ্রামে এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় ২০ হাজার ২শ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপজেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৪ হাজার ১৪ মেট্রিটন ধান।

সরেজমিনে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, কৃষকরা এখন আমন ধানের ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত রয়েছে। তারা এখন জমির আগাছা পরিষ্কার করছে। জমিতে বিভিন্ন ধরনের সার ও কীটনাশক প্রয়োগ করছে। এ উপজেলার কৃষকরা বি-ধান ৪৯, ৩৪, ৭১, বিনা-৭, ১৭, ৫১ ও কাটারিভোগ জাতের ধান চাষ করেছেন।

উপজেলার হাটলাল গ্রামের কৃষক হাবিব মাষ্টার জানান, আমি ২৫ বিঘা জমিতে আমন ধানের চাষাবাদ করি। এবার ধান খুব ভালো হয়েছে। এখন জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে আমন ধানের বাম্পার ফলন আশা করা যায়।

পেং দাসপাড়ার কৃষক তাপস কুমার বলেন, আমন মৌসুমে আমরা বেশি ভাগ জমিতে ৪৯ ও ৩৪ ধানের চাষবাদ করেছি। অনেকে বিনা-৭ ও ৫১ ধানের চাষ করেছে। তবে সব জাতের ধানের গাছই ভালো দেখা যাচ্ছে। আশা করচ্ছি আমন ধানের ভালো ফলন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবুর সাথে কথা বললে তিনি জানান, এ উপজেলার কৃষকেরা ধান চাষে বেশ পারদর্শী। আশা করি বিগত বছরের মত এবারও আমন ধানের বাম্পার ফলন হবে। সে লক্ষ্যে আমরা মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে