দূর্গাপুরে নিরাপদ পান উৎপাদন প্রযুক্তি বিষয়ে উদ্যোক্তা প্রশিক্ষণ

প্রকাশিত: জুন ৩, ২০২১; সময়: ১০:১৪ অপরাহ্ণ |
খবর > কৃষি
দূর্গাপুরে নিরাপদ পান উৎপাদন প্রযুক্তি বিষয়ে উদ্যোক্তা প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি(জাইকা)র অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি হলরুমে ৪ দিনব্যাপি রপ্তানীযোগ্য নিরাপদ পান উৎপাদন প্রযুক্তি বিষয়ে পান উৎপাদনে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আখতার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা।

সঞ্চালক হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার মসিউর রহমান। প্রশিক্ষণে ২টি ব্যাচে মোট ৬০ জন পান চাষী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণটি পান উৎপাদনে কৃষি উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে বলে বক্তাগণ মত প্রকাশ করেন।

  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে