ধামইরহাটে ব্রি-ধান ৮১’র কৃষক মাঠ দিবস

প্রকাশিত: মে ২৮, ২০২১; সময়: ৫:০৪ অপরাহ্ণ |
খবর > কৃষি
ধামইরহাটে ব্রি-ধান ৮১’র কৃষক মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে কৃষকের দোড় গোড়ায় কৃষি সেবা ও পরামর্শ প্রদানের লক্ষে গ্রাম পর্যায়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামে ব্রি-ধান ৮১ উপর কৃষকদের সঠিক ধারণা দিতে বিশেষ আলোচনা শীর্ষক কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে মান সম্মত ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ধান বীজ ব্লকের এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক মো.ছলিম উদ্দিন। উপসহকারি কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার মো.জাহাঙ্গীর আলম প্রামানিক।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা.শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো.আসাদুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.মারুফ হোসেন, মো.মাসুদ রানা, কৃষক মো.মুক্তার হোসেন প্রমুখ। মাঠ দিবসে উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি এম এ মালেকসহ অর্ধশত কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা.শাপলা খাতুন তার বক্তব্যে বলেন, ব্রিধান ৮১ জাতের ধান সরু ও লম্বা ও উচচ ফলনশীল। এই জাতের ধান চাষে শতক প্রতি এক মণ ধান উৎপাদন হতে দেখা গেছে। এ জাতীয় ধানে রোগ-বালাই তেমন নেই বললেই চলে, প্রচন্ড ঝড়-বৃষ্টি ও তুফানেও ধান বীজটি সহনশীল থাকে।

  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে