পবায় অ্যারাইজ তেজ গোল্ড ধানের মাঠ দিবস

প্রকাশিত: মে ৪, ২০২১; সময়: ৬:২০ অপরাহ্ণ |
খবর > কৃষি
পবায় অ্যারাইজ তেজ গোল্ড ধানের মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় অ্যারাইজ তেজ গোল্ড ধানে রমাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার নওহাটার তেঘর-বসন্তপুর গ্রামের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৈয়ব আলী, বায়ার ক্রপস সায়েন্স লি. এর রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ সঞ্জিত চন্দ্র সরকার ও টেরিটরি এক্সিকিউটিভ কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, ক্রপ ক্লিনিক সুপার ভাইজার মো. রবিউল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপ-সহকারী কৃষিকর্মকর্তা বলেন, অ্যারাইজ তেজ গোল্ড ধানের ফলন উপশি জাতের তুলনায় অনেক বেশী, চাউল লম্বা ও চিকন, পাতা পোড়া রোগ প্রতিরোধী। তাই এই ধান চাষ করলে দেশের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে। এর পাশাপাশি তিনি আসন্ন আমন মৌসুমে অ্যারাইজ এজেড ৭০০৬ ধান চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন।

উল্লেখ্য, চলমান কোভিড-১৯ মহামারীর প্রভাবে খাদ্য সংকট মোকাবেলায় বায়ার ক্রপসায়েন্স লি. গত বোরো মৌসুমে সমগ্র বাংলাদেশে ১ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে বিনা মূল্যে ৩শ’ মেট্রিকটন অ্যারাইজ তেজ গোল্ড হাইব্রিড ধান বীজ বিতরণ করে। সেই বীজ থেকে উৎপাদিত ফসল এখন মাঠে পাকা পর্যায়ে আছে এবং কৃষকেরা সেই ধান কাটতে ব্যস্ত সময় পার করছে। অ্যারাইজ তেজ গোল্ড ধানের ফলন হয় বিঘা প্রতি গড়ে ৩০ মন। এছাড়াও ধান গাছের উচ্চতাও ভাল। যা গো খাদ্যের চাহিদা মেটাতে সহায়ক হবে। তাই উপস্থিত কৃষক খুবই খুশি ধানটি উচ্চ ফলনশিল ও রোগ বালাই কম হওয়ায় আগামী বছর থেকে সবাই চাষ করতে আগ্রহী।

  • 140
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে