ধামইরহাটে ধান ও গম সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১; সময়: ৫:১৩ অপরাহ্ণ |
খবর > কৃষি
ধামইরহাটে ধান ও গম সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২৮ এপ্রিল দুপুর ১২ টায় দেশব্যাপী ভাচূয়ালী এ কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

দেশব্যাপী উদ্বোধন শেষে আনুষ্ঠানিক ভাবে ধামইরহাট উপজেলা খাদ্য গুদামে দুপুর ১ টায় ২৭ কেজি দরে ধান ও ২৮ টাকা কেজি দরে গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান, খাদ্য পরিদর্শক আবুল হোসেন খান, মিল মালিক প্রতিনিধি ওবায়দুল হক সরকার, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কৃষক দেওয়ান জাহিদ হাসান, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি আনোয়ার পারভেজসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ সময় খাদ্য গুদামে ১০৮০ টাকা মন হিসেবে ১ টন ধান বিক্রয় করেন দেওয়ান জাহিদ হাসান। আগামী ১০ মে পর্যন্ত এই উপলজেলায় ধান ২ হাজার ৫৪৬ মেট্রিক টন ধান, ও ৪৬৯ মেট্রিন টন গম সংগ্রহ করা হবে।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে