সরকারী গুদামে ধান সংগ্রহ শুরু

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১; সময়: ৫:০৮ অপরাহ্ণ |
খবর > কৃষি
সরকারী গুদামে ধান সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : দেশে সরকারী গুদামে শুরু হলো ধান সংগ্রহ। এবার ২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করছে সরকার। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কর্মসূচীর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নওগাঁ, বগুড়া, দিনাজপুর, নেত্রকোনাসহ দেশের ৯ টি জেলায় যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী। শুরুতেই তিনি বিভিন্ন অঞ্চলের চাষিদের সাথে কথা বলে উৎপাদন ও বাজার দরের বিষয়ে খোঁজ খবর নেন। এসময় স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন- কৃষককে লাভবান করাই সরকারী ক্রয়ের মূল লক্ষ্য। পাশাপাশি দেশে খাদ্যসশ্যের মজুত বাড়ানো ও বাজার দর নিয়ন্ত্রনে রাখতে প্রতি মৌসুমেই সশ্য সংগ্রহ করা হয়। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি জেলা ও উপজেলা ক্রয় কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন- এবার বোরোতে ধানের উৎপাদন ভাল হয়েছে। বাজার দর ভাল থাকায় হাটে নতুন ধান বিক্রি করে কৃষক লাবান হচ্ছেন। গুদামে ধান দিতে গিয়ে কৃষক যাতে হয়রানীর শিকার না হয় সেদিকে তীক্ষ্ন দৃষ্টি রাখার পরামর্শ দেন মন্ত্রী। ৭ মে থেকে শুরু হবে চাল সংগ্রহ কার্যক্রম।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে