নিয়ামতপুরে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১; সময়: ৪:৩৯ অপরাহ্ণ |
খবর > কৃষি
নিয়ামতপুরে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : কোন কৃষক ধান দিতে যেন হয়রানীর স্বীকার না হয়। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীদের সেই দিকে খেয়াল রাখতে হবে। সরকার এবারে প্রতি কেজি ধান ২৭ টাকা এবং চাল ৪০ টাকা দরে ক্রয় করবে। এবারে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। বুধবার ২৮ এপ্রিল বেলা সাড়ে ১১টায় সারা দেশব্যাপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁর নিয়ামতপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

মিলারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সময় মত চুক্তি অনুয়ায়ী চাল সরবরাহ করবেন। চুক্তি অনুয়ায়ী চাল সরবরাহ না করলে মিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে ধান সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, অফিসার ইন চার্জ হুমায়ন কবির।

উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ। এবারে নিয়ামতপুর উপজেলায় (নিয়ামতপুর ও শিবপুর খাদ্য গুদাম) ২ হাজার ৮শ ৭২ মেঃ টন ধান সংগ্রহ করবে। প্রতি কেজি ২৭ টাকা দরে। এ বোরো ধান সংগ্রহ আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে