মান্দায় রাতে আধাপাকা ধান কাটলো প্রতিপক্ষরা

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১; সময়: ৪:৫৮ অপরাহ্ণ |
খবর > কৃষি
মান্দায় রাতে আধাপাকা ধান কাটলো প্রতিপক্ষরা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে রাতের আঁধারে এক অসহায় কৃষকের আধাপাকা ধান কেটে নিয়ে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। শনিবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনায় ভূক্তভোগী কৃষক মনসুর আলী রোববার বিকেলে প্রতিপক্ষের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করেন।

ভূক্তভোগী মনসুর আলী জানান, কবলাসূত্রে প্রাপ্ত জয়পুর মৌজার ১৮ শতক জমিতে চলতি মৌসুমে বোরো ধান রোপণ করেন। ধানগাছগুলো সবে সোনালী রং ধারণ করেছে। হঠাৎ করেই শনিবার দিবাগত রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আধাপাকা ধান কেটে নিয়ে যায়।

এ ঘটনায় প্রতিপক্ষের জানবক্স, হাসান, তোফাজ্জল, বিদ্যুৎ, মোফাজ্জলসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী কৃষক মনসুর আলী। তবে এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • 42
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে