বড়াইগ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ২০, ২০২১; সময়: ৪:০৮ অপরাহ্ণ |
খবর > কৃষি
বড়াইগ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল এবং মশলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার আহম্মেদপুর ডিগ্রি কলেজ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।

জেলা পাট চাষী সমিতির সভাপতি এএইচএম কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী ঢাকার সরেজমিন শাখার পরিচালক একেএম মনিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নাটোরের উপপরিচালক সুব্রত কুমার সরকার, প্রশিক্ষণ অফিসার বেলাল উদ্দিন, অতিরিক্ত ডিডি হাবিবুল ইসলাম, প্রকল্প পরিচালক হাসানুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজীব হোসাইন, স্থাণীয় বীজ উদ্যোক্তা হাবিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ডাল, তেল ও মশলা জাতীয় ফসল উৎপাদনের ধারা অব্যহত রাখতে ঘরে ঘরে প্রশিক্ষিত বীজ উদ্যোক্তা গড়ে তোলা হবে। যাতে করে তারা নিজেরাই নিজেদের বীঝ উৎপাদন করতে পারেন। তারই অংশ হিসেবে প্রতি ইউনিয়নে একজন করে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে