মান্দায় গম বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস

প্রকাশিত: মার্চ ১৮, ২০২১; সময়: ৯:১৫ অপরাহ্ণ |
খবর > কৃষি
মান্দায় গম বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ‘ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ’ প্রকল্পের আওতায় গম বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ গ্রামের মাঠে এ উপলক্ষে আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক শাসছুল ওয়াদুদ প্রধান অতিথি ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ‘ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ’ প্রকল্পের রাজশাহী ও বগুড়া অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ শামীম ইকবাল, কৃষি সম্প্রসারণ অফিসার সাবিয়া সুলতানা, কৃষক আনোয়ার হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সুত্র জানায়, বারি গম-৩৩ জাতটি উচ্চ ফলনশীল, জিংক সমৃদ্ধ ও ব্লাস্ট রোগ প্রতিরোধী। প্রদর্শনীর জন্য উপজেলার বড়বেলালদহ এলাকায় বীজ উৎপাদনকারী দলের মাধ্যমে চলতি মৌসুমে ৪ একর জমিতে এ আবাদের চাষ করা হয়েছে। জাতটি এলাকার কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে