নন্দীগ্রামে নীতিমালা উপেক্ষা করে সেচ লাইসেন্স দেয়ার অভিযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২১; সময়: ৪:০৩ অপরাহ্ণ |
খবর > কৃষি
নন্দীগ্রামে নীতিমালা উপেক্ষা করে সেচ লাইসেন্স দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে সেচ নীতিমালা উপেক্ষা করে সেচ লাইসেন্স দেয়ার অভিযোগ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নিকট ১৬ ফেব্রুয়ারি অভিযোগটি করেছেন উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের বিজয়ঘট গ্রামের আবুল হোসেনের ছেলে ইউনুস আলী।

তিনি অভিযোগে উল্লেখ করেন, বিজয়ঘট মৌজায় তার ১টি অগভীর নলকূপ রয়েছে। সেখানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও বিএডিসির গভীর নলকূপ রয়েছে। বিএডিসির গভীর নলকূপের নির্দিষ্ট এরিয়ার মাঝে তেঘরী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে জাকির হোসেন, বিজয়ঘট গ্রামের আব্দুল খালেকের ছেলে সিরাজুল ইসলাম, কাবিল উদ্দিনের ছেলে মজিবর রহমান, আজিমুদ্দিনের ছেলে খলিলুর রহমান অগভীর নলকূপ স্থাপন করেছে। যা সেচ নীতিমালা পরিপন্থি । এতে পানি সেচ দেয়া নিয়ে বিরোধপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ইউনুস আলী জানিয়েছেন, বিষয়টি সুষ্ঠভাবে তদন্ত পূর্বক আমার সেচ এরিয়ার মাঝে কেউ যেনো অন্যায়ভাবে উপজেলা সেচ কমিটির অনুমোদন গ্রহণ করতে না পারে এ জন্য অনুরোধ জানিয়েছি। আমার অগভীর নলকূপ এরিয়ায় অন্যরা অগভীর নলকূপ স্থাপন করায় আমি ক্ষতিগ্রস্থ হচ্ছি। তাই এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছি।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে