গোমস্তাপুরে কৃষি মাঠ দিবস পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১; সময়: ৭:৪৩ অপরাহ্ণ |
খবর > কৃষি
গোমস্তাপুরে কৃষি মাঠ দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : কৃষিই সমৃদ্ধ এ স্লোগানকে সামনে রেখে ২০২০-২১ অর্থ বছরের অাওতায় অনুষ্ঠিত হয়েছে কৃষি মাঠ দিবস। ১৪ ফেব্রুয়ারি রোববার সকাল থেকেই রাজস্ব খাতের অর্থায়নকৃত প্রদর্শনীতে পালন করে এ কৃষি মাঠ দিবস।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের দামইল গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক সুবিধাভোগী কৃষক-কৃষাণী সমাবেশিত সরিষা জাত ফসলের উচ্চ ফলনশীল পরিকল্পনায় পালিত হয় কৃষি মাঠ দিবসটি।
উচ্চ ফলনশীল ও প্রযুক্তি গঠনের মাধ্যমে ফলনের উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের নিমিত্তে নাম ফসল সরিষা বারি-১৭জাতের ফসল নিয়ে সকাল থেকে আলোচনা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোমস্তাপুর উপজেলা কর্তৃক অায়োজিত স্থানীয় অাদর্শ কৃষক জিল্লুর রহমানের সভাপতিত্বে কৃষি মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন।
কৃষি মাঠ দিবস অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রাধানগর ব্লকের দামইল, সাগরইল এলাকার উপ-সহকারী কৃষি অফিসার রইশুদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাধানগর ব্লকের চাঁড়ালডাঙ্গা এলাকার নব উপ-সহকারী কৃষি অফিসার শেখ মু.অলিফুয়াদ এবং পারবর্তিপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার ইব্রাহিম খলিলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি নিষেধাজ্ঞা ও নির্দেশনা মেনে দামইল গ্রামের প্রায় ১০০জন কৃষাণ কৃষাণী নিয়ে বারি-১৭ সরিষা জাতের ফসলের ফলন  উচ্চত্তর প্রবৃদ্ধির লক্ষ্যে রাজস্ব বাজেটের অর্থায়নের স্থাপিত প্রদর্শনীর অাওতায়  উচ্চ ফলনশীল সহ সার ও কীটনাশক প্রয়োগকরণ সম্পর্কিত সতর্কীকরণ ও করণীয় বিভিন্ন দিগ নির্দেশনায় সরেজমিনে চাষ যোগ্য সরাসরি কৃষক কৃষাণীদের নিয়ে পালন করে এ কৃষি মাঠ দিবস।-
  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে