বড়াইগ্রামে ধানের বীজতলা রক্ষার্থে লিফলেট বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০; সময়: ৪:৪৯ অপরাহ্ণ |
খবর > কৃষি
বড়াইগ্রামে ধানের বীজতলা রক্ষার্থে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে তীব্র শৈত্য প্রবাহে বোরো ধানের বীজতলা রক্ষার্থে কৃষকদের করণীয় বিষয়ক সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হাসান, মুক্তিযোদ্ধা শামসুল হক প্রমুখ। এসময় কৃষি কর্মকর্তা জানান, প্রকৃতির বৈরী পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের করণীয় বিষয়ে ১৩টি নির্দেশনা সম্বলিত লিফলেট উপজেলার ১৯টি ব্লকের আওতায় বিরতণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে