চারঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০; সময়: ৭:১৩ অপরাহ্ণ |
খবর > কৃষি
চারঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্রা ও বোরো ধানসহ ১২ প্রকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন-নাহার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার মহামারি করোনার সময় কৃষকদের পাশে দাড়িয়েছেন। উপজেলার ৩ হাজার ১ শত ৪০ জনকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে