পুঠিয়ায় মাল্টা ও কমলার বাগান পরিদর্শনে কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২০; সময়: ৭:২৬ অপরাহ্ণ |
পুঠিয়ায় মাল্টা ও কমলার বাগান পরিদর্শনে কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় কমলা ও মাল্টা চাষে সফলতা পেয়েছে আহসানুল হক মাসুদ নামের এক কৃষক। এ বছর তার বাগানে এ কমলা ধরেছে। পুঠিয়ায় এবারই প্রথম এই কমলা (ম্যান্ডেলার) চাষের সু-সংবাদ পাওয়া গেল বলেও জানান কৃষি অফিস।

গাছে ঝুলে থাকা দৃষ্টিনন্দন এই কমলা খেতেও বেশ সুস্বাদু। বাজারের কিনতে পাওয়া কমলার থেকে সাইজ ও স্বাদ অপেক্ষকৃত ভালো। জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাগান মালিক আ’লীগ নেতা আহসানুল হক মাসুদের ৬ বিঘা জমিতে মাল্টা ও কমলার বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের গবেষনা অনুবিভাগের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে মাল্টা ও কমলার বাগান পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, পাবনা ঈশ্বরদী বিএসআর আই এর মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, বিএসআরআই পরিচালক (গবেষনা) সমজিৎ কুমার পাল, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্ততরের অতিরিক্ত পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, পুঠিয়া উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূইয়া।

  • 97
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে