শিবগঞ্জে সার ও বীজ পেলেন ৮২৫০ কৃষক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০; সময়: ৭:০১ অপরাহ্ণ |
খবর > কৃষি
শিবগঞ্জে সার ও বীজ পেলেন ৮২৫০ কৃষক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ২০২০-২১ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৮ হাজার ২’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারী, টমেটো, মরিচ, বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, মুগ, পেঁয়াজ
বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে কৃষি অফিসের হলরুমে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ অন্যরা।

  • 39
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে