ধামইরহাটে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২০; সময়: ৪:৫৯ অপরাহ্ণ |
খবর > কৃষি
ধামইরহাটে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যেগে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি পূনর্বাসনের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাছে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৯ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও গণপতি রায়ের সভাপতিত্বে ৩ হাজার ৩ শত কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, ইসবপুর ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস বাদল,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো. আলেফ উদ্দিন, কৃষক আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা জানান, ক্ষতিগ্রস্থ কৃষকদের পূনর্বাসনের লক্ষে আজকে ৫ শত কৃষককে ১ কেজি সরিষার বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্যদের ধান, গম, ভ্ট্টুা, সূর্যমূখীফুল, মুগডাল, মরিচ ইত্যাদি বিতরণ করা হবে।’

  • 36
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে