নিয়ামতপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০; সময়: ৩:৩৩ অপরাহ্ণ |
খবর > কৃষি
নিয়ামতপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়। গত ১৮ নভেম্বর বুধবার সাড়ে ১২টায় উপজেলা খাদ্য গুদামে এ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ধান সংগ্রহ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ আহম্মেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য গুদাম, নিয়ামতপুর) মোঃ মাহফুজ আল আসাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য গুদাম, নওগাঁ সদর) মোঃ আতিকুল ইসলাম, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক জামাল হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ।

এবারে নিয়ামতপুর উপজেলায় (নিয়ামতপুর ও শিবপুর খাদ্য গুদাম) ১ হাজার ৮শ ৬১ মেঃ টন ধান প্রতি কেজি ২৬ টাকা দরে ক্রয় করবেন। এ আমন ধান সংগ্রহ আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

  • 74
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে