চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে অ্যারাইজ তেজ গোল্ড ধানের বীজ বিতরণ

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০; সময়: ৩:৫৬ অপরাহ্ণ |
খবর > কৃষি
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে অ্যারাইজ তেজ গোল্ড ধানের বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সদর উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার অ্যারাইজ তেজ গোল্ড ধানের বীজ বিতরণ করে কীটনাশক কোম্পানি বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড।

সকাল ১১টায় এ উপলক্ষে অয়োজিত অনুষ্ঠানে চার শতজন কৃষকের মাঝে প্রত্যেকের হাতে দুই কেজি করে অ্যারাইজ তেজ গোল্ড ধনের বীজ বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাশনোভা, কৃষক প্রশিক্ষণ কর্মকর্তা ড. বিমল কুমার প্রামাণিক, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড’র সিনিয়র টেরিটরী অফিসার মোহাম্মদ মোস্তাকিম, ফিল্ড এসোসিয়েট মোয়াজ্জেম হোসেন দুলাল প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত কৃষি কর্মকর্তারা বলেন, ভাল ধানে ভাল জীবন, চিকন দানা অধিক ফলন। তাই অধিক ফলনের জন্য চিকন ধান চাষাবাদ করা আমাদের প্রয়োজন।

  • 41
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে