গোদাগাড়ীতে আমন ধান কাটাতে ব্যস্ত সময় পার করেছেন কৃষকরা

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২০; সময়: ৬:৩৩ অপরাহ্ণ |
খবর > কৃষি
গোদাগাড়ীতে আমন ধান কাটাতে ব্যস্ত সময় পার করেছেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে আমন ধান কাটা শুরু হয়েছে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। আবহাওয়া ভালো থাকায় ধানের বাম্পার ফলনের আশা কৃষকের। গোদাগাড়ী উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে বোর আমন ধান কাটা শুরু হয়েছে ফসলের দাম ভালো থাকায় এই বছর ধান কাটা শ্রমিকের সংকট লক্ষ্য করা যায়নি ।

এই বিষয়ে কৃষক মোঃ আবুল কাশেম এর সাথে কথা বলে জানা যায়, এই বছর সরিষা,মুশুরী ও আলুর দাম থাকায় অনেক কৃষক অগ্রীম আমন ধান কাটা শুরু করেছেন বলে জানান তিনি । ধানের দাম থাকায় অনেক কৃষি নির্ভর পরিবার বাড়ির আংঙ্গীনা ও আশপাশ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। তাদের মাঝে অনেক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সুত্র জানান, গত বছর গোদাগাড়ী উপজেলায় ২৪,৩১০ হেক্টর জমিতে বোরো আমন ধান চাষ করা হয়েছিল। এবছর বোরো আমন ধান ২৪,৬৯৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।যা গত বছরের তুলনায় ৩৮৫ হেক্টর বেশি চাষাবাদ হয়েছে এবছর বলে জানান তারা।

এর মধ্যে উপশী জাত ২৪৫৬০, সুগন্ধি জাত ১৩৫ হেক্টর জমিতে আছে বলে জানান ।

গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মতিয়র রহমান বলেন, গোদাগাড়ীতে কিছু এলাকায় বোরো আমান ধান কাটা শুরু হয়েছে তবে ফসলের দাম থাকায় এই বছর শ্রমিকের সংকট হবে না বলে আশা প্রকাশ করেন।

তবে, অল্প সময়ে ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার মাঠে রাখা হয়েছে বলে জানান তিনি। কৃষকরা চাইলে অল্প খরচে ধান কাটতে পারবেন।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে