পুঠিয়ায় কৃষি আবহাওয়া বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০; সময়: ৮:০০ অপরাহ্ণ |
খবর > কৃষি
পুঠিয়ায় কৃষি আবহাওয়া বিষয়ক প্রশিক্ষণ

মোহাম্মদ আলী, পুঠিয়া : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুঠিয়ার আয়োজনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় “কৃষি আবহাওয়া তথ্য বিস্তার” বিষয়ক এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পরিচালক জনাব ড. মোঃ শাহ কামাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব মোঃ ছাইফুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপি এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা কৃষি অফিসার জনাব শামসুন নাহার ভুঁইয়া।

প্রশিক্ষণে কৃষকদেরকে হাতে কলমে কৃষি আবহাওয়া পূর্বাভাস পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। কৃষি আবহাওয়া বিষয়ক ওয়েব পোর্টাল “বামিস পোর্টাল” ও অ্যাপস ব্যবহারের মাধ্যমে পুর্বাভাস পাওয়ায় পদ্ধতি, কৃষি আবহাওয়া তথ্য বোর্ড, অটোমেটিক রেইনগজ মিটার, কিওস্কের সাথে পরিচিতিসহ এই সব প্রযুক্তির ব্যবহার পদ্ধতি শিখানো হয় উক্ত প্রশিক্ষণে।

উপজেলা কৃষি অফিসের অফিসিয়াল ফেইসবুক আইডি “উপজেলা কৃষি অফিস পুঠিয়া” থেকেও আগামী ০৫ দিনের কৃষি আবহাওয়া পূর্বাভাস পাওয়া যাবে বলে জানান কর্মকর্তাগণ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে স্থাপিত কৃষি আবহাওয়া ডিসপ্লে বোর্ড দেখে সহজেই যাতে একজন কৃষক সার,বালাইনাশক প্রয়োগ, ফসল বপণ, রোপণসহ কর্তনের সিদ্ধান্ত নিতে পারবেন কৃষকগণ।

কৃষি আবহাওয়া পূর্বাভাস জেনে সহজেই ফসলের উৎপাদন খরচ কমানো সহ, অনাকাংখিত প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে ফসল রক্ষা করা সম্ভব বলে জানান প্রশিক্ষকগণ। উক্ত প্রশিক্ষণে পুঠিয়া উপজেলার ৩০ জন অগ্রসরমান কৃষক অংশগ্রহণ করেন।

  • 101
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে