পবায় কৃষকদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০; সময়: ৭:১৮ অপরাহ্ণ |
খবর > কৃষি
পবায় কৃষকদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। সোমবার খরিপ-২/২০২০-২০২১ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ১২ ধরণের বীজ বিতরণ করা হয়।

পবা উপজেলা প্রশাসন ও কষি সম্প্রসারণ অধিদপ্তর পবার আয়োজনে এসব বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি শেখ মো. এহসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। উদ্বোধনীর মাধ্যমে উপজেলার ৫২ জন কৃষকের মাঝে এসব শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে