ভারী বর্ষণে বাগমারায় ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০; সময়: ৪:১৭ অপরাহ্ণ |
খবর > কৃষি
ভারী বর্ষণে বাগমারায় ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : টানা তিন দিনের ভারী বর্ষনে রাজশাহীর বাগমারায় ধান, পান বরজ, সবজিসহ কোটি কোটি টাকার বিভিন্ন ফসলের ব্যাপক হয়েছে। দিশেহারা হয়ে পড়েছে এলাকার হাজার হাজার কৃষক। গত সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে ভারী বর্ষন শুরু হয় রাজশাহী অঞ্চলের উপজেলা গুলোতে।

ভারী বর্ষনে পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। ভারী বর্ষনের কারনে বাগমারার মাছ চাসীরা চরম বিপাকে পড়েছেন। এছাড়াও কৃষকের হাজার হাজার একর ফসলের জমিতে থাকা আউচের আধাপাকা ধান পানির নীচে ডুবে গেছে।

খেঁাঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার শত শত পান বরজ পানি নীচের নিমজ্জিত হয়েছে। যার কারনে এলাকার পান চাষীরা চরম বিপাকে পড়েছেন। কোন কোন এলাকায় পান বরজ বঁাঁচানোর জন্য কৃষকদের পক্ষ থেকে ডিজেল চালিত ম্যাসিন দিয়ে বর্ষার পানি সেচের ব্যবস্থা করেছেন। রাত দিন পরিশ্রমের মাধ্যমে পান বরজ গুলো বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার কৃষকেরা।

গনিপুর এলাকার পান চাষী জালাল উদ্দীন, আশরাফুল ্ইসলাম, ইদ্রিশ আলী, সাহেব আলী, তছির ্উদ্দীনসহ একাধিক কৃষক জানান, টানা বর্ষনের চলতি মৌসুমে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। পান বরজ গুলোতে ভারী বর্ষনের কারনে পানের গাছ গুলো মরে যাচ্ছে।

বাগমারা গ্রামের পান চাষী আশরাফুল ইসলাম জানান, ভারী বর্ষণের কারনে তার ত্রিশপুন পানের বরজ মরে শেষ হয়ে গেছে। বর্তমান বাজারে তার ত্রিশপুন বরজের পানের দাম প্রায় ৪০ লক্ষ টাকা। তিনি পান বরজ ডুবে যাওয়ার কারনে দিশেহারা হয়ে পড়েছেন। ভারী বর্ষণের কারনে নদ নদী ও খাল বিলের পানি বৃদ্ধি পেয়েছে। নদী ও খালের পনি বৃদ্ধির কারনে বৃষ্টির পানি নামতে পারছেনা। যার কারনেই কৃষকদের ধান, পানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কি পরিমান ক্ষতি সাধন হয়েছে তা এখনো জানা যায়নি।

এ ব্যাপারে ্উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান জানান, ভারী বর্ষণের কারনে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদনদীর পানি বৃদ্ধির কারনেই খাল বিলের পানি নামতে পারছেনা। যার কারনেই কৃষকদের ক্ষতির পরিমান বেড়ে যাচ্ছে। বৃষ্টি থেমে গেলে দ্ইু এক সপ্তাহের মধ্যে খাল বিলের পানি কমে যাবে বলে তিনি জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে