পত্নীতলায় অতিবৃষ্টিতে শস্যের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০; সময়: ৩:১১ অপরাহ্ণ |
খবর > কৃষি
পত্নীতলায় অতিবৃষ্টিতে শস্যের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় একসপ্তাহের অব্যাহত অতিবৃষ্টি ও আত্রাই নদীর পানি বৃদ্ধি হওয়াই রবি শস্যর ব্যাপক ক্ষতি হয়েছে ।

কৃষকরা জানান তাদের করলা, পটল, ঢেঁড়স বেগুন, সহ শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। গাছের মড়ক ধরেছে ফুল ঝরে পরছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করলা চাষীরা, আত্রাই নদীর তীরবর্তী চর এলাকায় ব্যাপক করলা চাষ করেছেন কৃষকরা। নদীর পানি বাড়ার ফলে তাদের মাথায় হাত পড়েছে। ও দিকে আমণ চাষীরা জানান অতিবৃষ্টির জন্য কীটনাশকে কাজ হচ্ছে না এতে ধানের পোঁকা ও পচন দমনে খরচ বেড়েছে দ্বিগুণ।

দেশের বিভিন্ন স্থানে বন্যা অতিবৃষ্টির কারণে সবজি ফসল নষ্ট হওয়ায় বাজারে দাম বেড়েছে সকল প্রকার সবজির।
স্থানীয় খুচরা বাজারে কাঁচামরিচ ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, পটল ৪০ টাকা, করলা ৬০ টাকা, কচু ৩০ টাকা, আলু ৪০ টাকা বিক্রি হচ্ছে। এদিকে বহুল আলোচিত পেঁয়াজ বিক্রী হচ্ছে প্রতি কেজি ৯০ টাকা রসুন ১২০ টাকা, আদা ১৪০ টাকা কেজি। খুচরা ব্যবসায়ীরা জানান পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে ।

  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে