কচুয়ায় সবজি ক্ষেত কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০; সময়: ৪:২৫ অপরাহ্ণ |
খবর > কৃষি
কচুয়ায় সবজি ক্ষেত কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলায় ভূমিহীন কৃষকের জমির সবজি গাছের গোড়া কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল কলেজ সংলগ্ন মাঠে এ সব লাউ ক্ষেতের সবজির গাছ কেটে ফেলেছে একদল দুবৃর্ত্তরা।

জানা যায়, পালাখাল গ্রামের অধিবাসী আব্দুস সাত্তার মিয়ার ছেলে ভূমিহীন কৃষক বিল্লাল হোসেন ৪২ শতাংশ জমির উপর লাউয়ের সবজি চাষাবাদ করে আসছে। বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋন নিয়ে তিনি জমি পোষানী নিয়ে বছর খানেক ধরে সবজি আবাদ করে আসছেন। কিন্তু মঙ্গলবার কে বা কাহারা রাতের আধাঁরে শত্রুতার জের ধরে বিভিন্ন লাউ গাছ গুলো কেটে ফেলে। এতে করে কৃষক বিল্লাল হোসেনের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী জানান।

ক্ষতিগ্রস্থ কৃষক মো: বিল্লাল হোসেন বলেন, এনজিও থেকে ঋন নিয়ে আমি সবজি চাষাবাদ করছি। তবে কে বা কাহারা আমার লাউ গাছ গুলো কেটে দিয়েছে। আমি এখন এনজিও‘র ঋন পরিশোধ করতে বিপাকে পড়েছি। তবে যারা ক্ষতি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

  • 144
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে