পুঠিয়ায় কৃষকদের মাঝে ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার বিতরণ এমপির

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২০; সময়: ৭:০৮ অপরাহ্ণ |
পুঠিয়ায় কৃষকদের মাঝে ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার বিতরণ এমপির

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১১ টায় রাজশাহীর পুঠিয়ায় করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন অব্যাহত রাখায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ১৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার আউশ বীজ ও সার বিতরণ করা হয়।

প্রত্যেক চাষীকে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করেন। এবং পরে শ্রমিক সংকটে ধান কাটতে যাতে অসুবিধা না হয়, তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারী উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকিতে পুঠিয়া উপজেলা ঝলমলিয়ার মোঃ মাহাবুবুর রহমান উদ্যেক্তাকে ১ টি ১৪ লাক্ষ টাকা দামের কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। এই যন্ত্রটি দিয়ে ঘন্টায় ৩ বিঘা জমির ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করা যায়।

পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে সরকারের এই কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনা এবং ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার বিতরণ করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি. এম. হিরা বুচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া, সিনিয়র মৎস্য অফিসার মোঃ ওমর আলীসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে