মান্দায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২০; সময়: ৫:৩৪ অপরাহ্ণ |
খবর > কৃষি
মান্দায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বৃহস্পতিবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার ও আউশ ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চলতি খরিপ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ইউএনও আব্দুল হালিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) গোলাম ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপসহকারি কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান জানান, উপজেলার ১৪ ইউনিয়নে এক হাজার ৪২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হবে। এতে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য আউশ ধানের ৫ কেজি বীজসহ ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি (পটাশ) সার পাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে