চারঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩; সময়: ৫:২০ pm |
চারঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়ন উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিবাদ্য বিষয়ে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে চারঘাট পৌরসভা আয়োজনে র‌্যালি, স্টল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরসভা চত্বর থেকে চারঘাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সভা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র একরামূল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, পৌর সভার হিসাব রক্ষণ কর্মকর্তা এম এস আসাদ-উজ জামান, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু,পৌর পানি শাখার ইমদাদুল হক ইমদাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অপরদিকে সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় স্থানীয় দিবস উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী সরকারের উন্নয়ন মেলার উদ্বোধনী ও স্টল পরিদর্শন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে