ওমরাহ করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নিখোঁজ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩; সময়: ১১:৫৪ am |
ওমরাহ করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নিখোঁজ

পদ্মাটাইমস ডেস্ক : পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে নুরুল ইসলাম (৭৪) নামের এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সৌদি আরবের মক্কা নগরীর মিসফালার ইব্রাহিম খলিল রোডের মক্কা হোটেল অ্যান্ড টাওয়ার হোটেল থেকে আসর নামাজ পড়তে হারামের উদ্দেশে বের হন। তবে দশ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও হোটেলে ফেরেননি নুরুল ইসলাম।

জানা গেছে, বয়স হওয়ায় তিনি সবকিছু মনে রাখতে পারেন না। কখনও মনে করতে পারেন কখনও ভুলে যান। তার পরনে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি ছিল। তার বাড়ি কেরানীগঞ্জ বরিশুর এলাকায়।

যদি কেউ নিখোঁজ নুরুল ইসলামের খোঁজ পান তাহলে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সৌদি আরব- +966 53 574 5926/ +306955802154। এ ছাড়া এই নম্বরেই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করা যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে