উল্লাপাড়ায় কৃষকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩; সময়: ৪:২৩ pm |
উল্লাপাড়ায় কৃষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে সাখায়াত হোসেন (৪৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার উধুনিয়া ইউনিয়নের দিঘলগ্রামের বাসিন্দা আবু বক্কারের বাড়ির সীমানা প্রাচীরের পাশে মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ মৃতব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের ধারণা রবিবার দিবাগত রাতের যেকোন সময়ে তাকে হত্যা করে ঐ স্থানে ফেলে রাখা হয়েছে। সাখায়াত হোসেন একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

নিহতের কন্যা নাসিমা আক্তার শান্ত গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, মরদেহ পড়ে থাকা বাড়ির মালিক বক্কার মন্ডলের পুত্রবধূর সঙ্গে আমার পিতা সাখায়াত হোসেনের যোগাযোগ ছিল।

নিহতের পরিবারের ধারণা, খারাপ উদ্দেশ্য নিয়ে ঐ বাড়িতে যাওয়ায় বাড়ির লোকজন তাকে হত্যা করে ফেলে রেখেছে।

স্থানীয় ইউপি সদস্য তোরাপ আলী জানান, গত বছরের কোন এক সময় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এলাকাবাসীর হাতে নিহত সাখায়াত হোসেন আটক হয়েছিল। পড়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে মৃতব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। জিডি মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অধিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে