কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩; সময়: ৫:৪৪ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে ওমর ফারুক (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার কড়ইয়া গ্রামে মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি একই গ্রামের সোহাগ হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির উঠানে খেলার এক পর্যায়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।