বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টের শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের জার্সি উন্মোচন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩; সময়: ১০:১২ pm |
বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টের শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের জার্সি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বঙ্গবন্ধু টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। আগামীকাল শনিবার (১৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯ টায় শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করবেন রাসিক মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

এই খেলার অংশ গ্রহণকারী অন্যতম দল শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের খেলোয়ার পরিচিতি সভা ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরীর লবঙ্গ চাইনিজ এ্যান্ড ফাস্টফুড রেস্টুরেন্টে জার্সি উন্মোচন করা হয়।

শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের কর্ণধর, বিশিষ্ট সমাজ সেবক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু প্রধান অতিথি থেকে জার্সি উন্মোচন করেন।

এসময় তিনি খেলোয়ারদের জয়ের লক্ষ নিয়ে খেলার পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ খান টিটু, আমান গ্রুপের পরিচালক মেহেদী হাসান রনি, টিম স্পন্সর আরিফ হোসেন, ফুড পার্টার ও ওনার এড্রেস রেস্টুরেন্টের পরিচালক বনি।

জার্সি উন্মোচনের আগে পরিচিতি সভায় ফরহাদ হোসেনকে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ টিমের অধিনায়কের দায়িত্ব দিয়ে নাম ঘোষণা করা হয়।

এছাড়াও এই দলের বিদেশী খেলোয়ার হিসেবে শ্রীলংকা জাতীয় দলের খেলোয়ার জেনিথ নিয়াংগে অংশ গ্রহণ করবেন।
দলের কোচের দায়িত্বে আছেন বিদুৎ ও সাদিক। ম্যানেজাজের দায়িত্ব পালন করবেন রেজওয়ানুল ইসলাম শাওন, টিম পরিচালকের দায়িত্ব আছেন মামুন হোসেন।

আগামীকাল (১৬ সেপ্টেম্বর) উদ্বোধনী খেলায় পরস্পর মোকাবেলা করবে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ও রাইমা রেঞ্জার।

এবারের খেলায় পাঁচটি দল অংশ গ্রহণ করছে। দলগুলো হলো- শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, রাইমা রেঞ্জার্স, ফাইটার রাজশাহী, মৃক্তি সংঘ ও আরসিসি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে