শিবগঞ্জে উপজেলা আইনশৃংখলা ও মাসিক কেস কনফারেন্স সভা
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ অন্যরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় একই স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিএসপিবি প্রকল্পের মাসিক কেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলাম ৭ জন সুবিধাবঞ্চিত শিশুর বিভিন্ন ধরণের কেস নিয়ে আলোচনা করেন।
ইতোমধ্যে দুজন শিশুকে হুইলচেয়ার প্রদান, দুজন শিশুকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি এবং তিনজন সুবিধাবঞ্চিত শিশুকে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর সকল কেস ম্যানেজমেন্টভুক্ত শিশুদের রেফারেল লিংকেজের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান, শিশুর সহায়তায় ফোন ১০৯৮ এর ক্যাম্পেইন ও সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি-সিবিসিপিসি গঠন ও সিবিসিপিসি ওরিয়েন্টশন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ফিন্ড সুপারভাইজার শাহজালাল, ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, মো. পলাশ আলী, মরিয়ম বেগম, কেস ম্যানেজার ফারুক হোসেন ও সোস্যাল ওয়ার্কার আলফাতুন নেছা আলোসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।