সুজানগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩; সময়: ৪:২৩ pm |
সুজানগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জের সঞ্চালনায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

বিশেষ অতিথি ছিলেন, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা,পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন।

স্বাগত বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন,নাজিরগঞ্জ স্কুলএন্ড কলেজের প্রিন্সিপাল নাদের হোসেন, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শ্রী দিলীপ কুমার, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহতাব উদ্দিন, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলালসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ফুটবলে আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয় এবং ফুটবল(নারীতে) শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে