মান্দায় লিগ্যাল এইডের গণশুনানি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩; সময়: ৩:৪৯ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, মান্দা : ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা সহকারী জজ আইভীন আক্তার।
মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, সহকারী শিক্ষক আলাউদ্দিন শাহ, ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান প্রমুখ।