সুজানগর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সভা
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সুজানগর উপজেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটিকে আরও গতিশীল করার লক্ষ্যে শুক্রবার সুজানগর পৌরসভার ভবানীপুর স্থানীয় মাঠ চত্বরে কৃষকদলের সাংগঠনিক এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান আলী শেখের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলের সঞ্চালনায় কৃষকদলের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি(রাজশাহী বিভাগ) ও পাবনা জেলা শাখা কৃষকদলের আহ্বায়ক শফিউল আলম শফি।
প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য কামরুল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নায়েব আলী সরদার,যুগ্ন আহ্বায়ক টুটুল মোল্লা, দুলাল প্রামানিক, কাদের হোসেন, রকি,লতিফ সরদার,ছালাম খান,আইয়ুব আলী ও খন্দকার শরিফ। সভায় যুগ্ন আহ্বায়ক জিলাল শেখ,সদস্য রশিদ,আখতার রজব,উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য কালাম,বাবু খান, ছাত্রদল নেতা রাশেদ ও মেহেদীসহ স্থানীয় দলীয় অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাংগঠনিক এ সভায় মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী কৃষকদলের সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান আলী শেখ ও সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল উপজেলার ওই ১০টি ইউনিয়ন কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন