তানোরে পাঁচন্দর ইউপির ২নং ওয়ার্ড আ.লীগ ও কৃষক লীগের সম্মেলন
সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপির ২ নং ওয়ার্ড আ’ লীগ ও কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাঁচন্দর ইউপির হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন।
উক্ত সম্মেলনে সর্ব সম্মতিক্রমে পাঁচন্দর ইউপির ২ নং ওয়ার্ড আ’ লীগ সভাপতি হিসেবে নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে রফিকুল ইসলামের নাম ঘোষনা করা হয়। অপর দিকে পাঁচন্দর ইউপির ২ নং কৃষক লীগ সভাপতি হিসেবে নুরুন্নবী ও সাধারন সম্পাদক হিসেবে আব্দুর রহিমের নাম ঘোষনা করা হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপির দক্ষিণ শাখা আ’ লীগ সভাপতি ও পাঁচন্দর ইউপির ২ বারের চেয়ারম্যান আব্দুল মতিন, পাঁচন্দর ইউপির উত্তর শাখা আ’ লীগ সভাপতি হাজী ইসরাইল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বিপুল সংখ্যক স্থানীয় আ’ লীগ কৃষক লীগসহ অংগ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।