রাণীনগরে চোলাইমদসহ একজন আটক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩; সময়: ৫:৪১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ছয় লিটার চোলাইমদসহ নুরুজ্জামান (৪৭) নামে একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার সন্ধায় তাকে আটক করে মামলা রুজু করা হয়েছে। আটক নুরুজ্জামান উপজেলার কামতা সরদার পাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের বগাড়বাড়ী ব্রিজ থেকে নুরুজ্জামানকে ছয় লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।