এনায়েতপুরে শিক্ষার্থীদের মাঝে টিফিন উপহার

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩; সময়: ৩:৪৭ pm |
এনায়েতপুরে শিক্ষার্থীদের মাঝে টিফিন উপহার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : অলাভজনক খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সমাজ হিতৈষী কর্মবীর, দেশের প্রথম শিল্পযোদ্ধা ডাঃ মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টিফিন উপহার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে খাজা ইউনুস আলী ফাউন্ডেশনের উদ্যোগে এনায়েতপুর সরকারী প্রাথমিক, ধুলিয়াবাড়ি সরকারী প্রাথমিক ও মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪৪২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ভেজিটেবল রোল, কেক, বিস্কুট, চকলেট ও ম্যাংগো বার সংবলিত গিফট্ বক্স তুলে দেয়া হয়।

এসময় খাজা ইফনুস আলী ফাউন্ডেশনের পক্ষে শহিদুল ইসলাম, স্কুলে প্রধান শিক্ষকবৃন্দসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

প্রথমবারের মত কোন প্রতিষ্ঠানের পক্ষ হতে এমন ব্যতিক্রমী টিফিন প্যাকেট উপহার পেয়ে কৃতজ্ঞতা ও উৎসাহ প্রকাশ করেছে স্কুল গুলোর ছাত্র-ছাত্রীরা।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে