বদলগাছীতে স্বাস্থ্য সনদ ছাড়া গরু জবাই করায় জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩; সময়: ১:৪১ pm |
বদলগাছীতে স্বাস্থ্য সনদ ছাড়া গরু জবাই করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে স্বাস্থ্য সনদ ছাড়াই গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক কসাইয়ের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, উপজেলার কাদিবাড়ি গ্রামের কসাই মাজেদুল ইসলাম উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কর্যালয় থেকে একটি গাভীর স্বাস্থ্য সনদ পত্র গ্রহণ না করেই শুক্রবার ভোরে তার নিজ বাড়িতে গরুটি জবাই করে বায়নাকৃত ব্যাক্তির নিকট কিছু মাংস বিক্রি করেন।

অবশিষ্ট মাংস বিক্রির জন্য উপজেলা পরিষদের সামনে সরকারি কলেজ গেটে বসলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক বিপিএএ উপস্থিত হয়ে মাংস বিক্রি বন্ধ করে দেয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন ঘটনাস্থলে এসে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর ধ্রা ৫ (২) ও ২৪ (১) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

স্বাস্থ্য সনদ ছাড়া ও রোগাক্রান্ত পশু গোপনে জবাই করে মাংস বিক্রির অপরাধে কসাই মাজেদুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা করেন ও ২২ কেজি মাংস জব্দ করে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে