রাজশাহীর ইয়ামাহা বাইক শোরুমে চাকরির সুযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩; সময়: ৫:২২ pm |
রাজশাহীর ইয়ামাহা বাইক শোরুমে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বাইক প্রেমীদের চাহিদা পূরণে ইয়ামাহা নতুন বাইক শোরুম ও সার্ভিসের যাত্রা শুরু করতে যাচ্ছে।

এই নিয়ে পদ্মাটাইমস২৪ডটকমসহ রাজশাহীর দুইটি স্থানীয় দৈনিক পত্রিকায় Yamaha flagship Centre এর নামের বিশাল শোরুমের শুভ উদ্বোধন নিয়ে নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ করে যাচ্ছেন।

বর্তমানে তাদের Yamaha flagship Centre Rajshahi নামের ফেসবুক পেইজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে উল্লেখ্য করা হয়েছে, Yamaha মোটরসাইকেল সার্ভিস, ইঞ্জিন খোলা জোরা ও মেরামত এর জন্য ১৫ জন সৎ, কর্মঠ, বিনয়ী ও কম্পিউটারে বেসিক ধারনা সম্পন্ন সার্ভিস টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে।

বেতন : আলোচনা সাপেক্ষে।

কর্ম সময় : সকাল ১০ হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

এছাড়া, প্রার্থীত বেসিক যোগ্যতা :

১। সময়ানুবর্তিতা, সকল মডেলের ইয়ামাহা মোটরসাইকেল সার্ভিস, ইঞ্জিন খোলা ও জোরা, মেরামত কম্পিউটারে বেসিক ধারনা ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ।

২। গ্রাহকের সাথে সর্বদা সুন্দর ও মার্জিত ভাবে যোগাযোগ করতে সক্ষম।

৩। গ্রাহকের সাথে সহযোগিতার সম্পর্ক তৈরি করতে পারদর্শী।

৪। গ্রাহকের যেকোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে ধৈর্যের সাথে সর্বদা সাহায্য করার মানসিকতা।

আগ্রহীরা ১ কপি রঙ্গিন ছবি ও সিভিসহ যোগাযোগ করুন- ফ্রেন্ডস ভেলী টাওয়ার, গ্লোবাল নাসিং কলেজের বাম পাশে, বিমানচত্বর, শালবাগান, রাজশাহী।

ইমেইল- [email protected] ও মোবাইল- 01894-423586 তে আগামী ৯ সেপ্টেম্বর বিকাল ৫ টার মধ্যে বলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে