মহাদেবপুরে কৃষকের মাঝে ২৭ লক্ষ টাকার কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩; সময়: ৩:০৩ pm |
মহাদেবপুরে কৃষকের মাঝে ২৭ লক্ষ টাকার কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থায়নে ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ৫’শ জন কৃষকের মাঝে ২৭ লক্ষ ২৫ হাজার টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

“বাঁচলে কৃষক, বাঁচবে দেশ-উন্নয়নের বাংলাদেশ” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মাতাজিহাটের রাইগাঁ কলেজ মাঠে ঢাকা ব্যাংক লিমিটেডের বিভাগীয় ক্রেডিট অফিসার শাহাদত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মহাদেবপুর ও বদলগাছী উপজেলার ৫’শ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ হাজার ৪শত ৫০ টাকা মূল্যের ধান-বীজ, রাসায়নিক সার ও কীটনাশক সামগ্রী দেয়া হয়।

এসময় সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের রাইগাঁ-বদলগাছীর স্টকিষ্ট প্রশান্ত কুমার সরকার নিতাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের বগুড়া রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার আসাদুজ্জান, এরিয়া সেলস ম্যানেজার সাফায়েত করিম, মহাদেবপুর পরিবেশক আনোয়ার হোসেন মন্ডল, মাতাজিহাট মহাদেবপুর পরিবেশক সুশান্ত কুমার সরকার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেলস্ অফিসার শফিকুল ইসলাম, ইলিয়াস হোসেন প্রমূখ। কৃষি উপকরণ বিতরণী অনুষ্ঠানে উপজেলার সিনজেন্টার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে